Refund and Return Policy


TechTack BD Corporation গ্রাহক সন্তুষ্টিকে গুরুত্ব দেয়। এই রিফান্ড ও রিটার্ন পলিসি আমাদের কাছ থেকে ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য শর্ত ও প্রক্রিয়া ব্যাখ্যা করে।


১. রিটার্নের যোগ্যতা

নিম্নলিখিত ক্ষেত্রে পণ্য রিটার্ন গ্রহণযোগ্য হতে পারে:

  • পণ্য ডেলিভারির সময় ত্রুটিপূর্ণ (Defective) হলে

  • ভুল পণ্য সরবরাহ করা হলে

  • পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত হলে

শর্ত:

  • পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে

  • পণ্য অব্যবহৃত, অক্ষত ও মূল প্যাকেজিংসহ থাকতে হবে

  • ইনভয়েস বা প্রমাণপত্র দেখাতে হবে


২. রিটার্ন অযোগ্য পণ্য

নিম্নলিখিত পণ্যের ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়:

  • ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য

  • গ্রাহকের ভুল অর্ডার করা পণ্য

  • সফটওয়্যার, লাইসেন্স, ডিজিটাল পণ্য

  • কাস্টম বা বিশেষ অর্ডার পণ্য

  • ডিসকাউন্ট বা ক্লিয়ারেন্স সেল পণ্য (যদি আলাদা করে উল্লেখ না থাকে)


৩. রিটার্ন প্রক্রিয়া

রিটার্নের জন্য:

  1. আমাদের সাথে ফোন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন

  2. সমস্যার বিবরণ ও প্রয়োজনীয় ছবি/ভিডিও প্রদান করুন

  3. আমাদের অনুমোদনের পর নির্ধারিত পদ্ধতিতে পণ্য ফেরত পাঠান

অনুমোদন ছাড়া পাঠানো পণ্য গ্রহণযোগ্য হবে না।


৪. রিফান্ড নীতি

  • রিটার্ন অনুমোদনের পর পণ্য যাচাই করে রিফান্ড প্রসেস করা হবে

  • রিফান্ড সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়

  • রিফান্ড মূল পেমেন্ট পদ্ধতির মাধ্যমেই প্রদান করা হবে

  • ব্যাংক বা পেমেন্ট গেটওয়ের চার্জ কর্তন হতে পারে


৫. ডেলিভারি চার্জ

  • রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি চার্জ সাধারণত ফেরতযোগ্য নয়

  • যদি আমাদের ত্রুটির কারণে রিটার্ন হয়, সে ক্ষেত্রে রিটার্ন ডেলিভারি চার্জ আমরা বহন করব


৬. ওয়ারেন্টি সংক্রান্ত বিষয়

  • ওয়ারেন্টি পণ্য প্রস্তুতকারকের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য

  • ওয়ারেন্টি ক্লেইমের ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হতে পারে

  • ফিজিক্যাল ড্যামেজ বা ভুল ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হবে


৭. সরকারি ও কর্পোরেট অর্ডার

  • সরকারি বা কর্পোরেট অর্ডারের ক্ষেত্রে রিটার্ন ও রিফান্ড সংশ্লিষ্ট চুক্তি বা টেন্ডারের শর্ত অনুযায়ী পরিচালিত হবে

  • সাধারণ খুচরা রিটার্ন নীতিমালা সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে


৮. পলিসি পরিবর্তন

TechTack BD Corporation যেকোনো সময় এই রিফান্ড ও রিটার্ন পলিসি পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তন প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে।


৯. যোগাযোগ

রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:

TechTack BD Corporation
ঠিকানা: Sheltech Sierra, Level-03, Shop-309
236, New Elephant Road, Dhaka-1205
ইমেইল: tahsan.techtackbd@gmail.com
ফোন: +880 1759-073686
ব্যবসার সময়: সকাল ৯টা – রাত ৮টা

Website is under construction due to cyber attacks

Our website was targeted by a cyberattack. While we are still investigating the full nature of the incident, we can assure you that we are working diligently to address the issue and restore full functionality as soon as possible.

0
Cart empty